কুমিল্লার চান্দিনা উপজেলায় এক কিশোরী শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মোর্সেদ আলম (২৮) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত বখাটে মোর্সেদ আলম জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের নূরমানিকচর গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী কেবি ইন্টারন্যাশনাল লাইলিন মিলের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাহাত সিদ্দিকী জানান, শুক্রবার রাত ১০ টায় আশা জুট মিলের শ্রমিক ১৫ বছর বয়সী ওই কিশোরী অফিসের ছুটি শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় বখাটে মোর্সেদ ধর্ষণের উদ্দেশ্যে তাকে জোর করে টেনে ঝোপে নেয়ার চেষ্টা করে। ওই কিশোরী চিৎকার করলে আশপাশের লোকজনসহ মিলের অন্যান্য শ্রমিক তাকে উদ্ধারে এগিয়ে যায়। এ সময় তারা বখাটে মোর্সেদকে আটক করে পুলিশে দেয়। শনিবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।


No comments:
Post a Comment