Thursday, June 16, 2016
ফেসবুক কিভাবে আপনার রোমান্টিকতার জন্য হুমকি?
প্রযুক্তি সব সময় যে মানুষের কল্যাণ করে তা নয়। প্রযুক্তির কারণে কখনো কখনো মানুষের ক্ষতিও হয়। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে উদাহরণ মানছেন অনেকেই। ফেসবুকের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ কিংবা ছবি ভিডিও ইত্যাদি বিনিময়ে যতই সুবিধা হোক না কেন, এর যথেষ্ট ক্ষতিকর দিক রয়েছে। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, এটি রোমান্টিক সম্পর্কের জন্য হুমকিও তৈরি করতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট। ফেসবুক ভালো কিংবা খারাপ এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রযুক্তিগত বিষয়টি বোঝা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ কোনো প্রযুক্তিকে ভালো কিংবা খারাপ উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এ কারণে ফেসবুক যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে তা যেমন কল্যাণ বয়ে আনতে পারে তেমন তা অযাচিতভাবে ব্যবহার করলে অকল্যাণ বয়ে আনতে পারে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, 'মানুষ যখন পরস্পরের সঙ্গে সংযুক্ত হবে তখন আমরা বহু অসাধারণ কাজ করতে পারি। আমাদের সুযোগ আসে প্রিয় মানুষদের কাছাকাছি থাকার। এটি বড় পার্থক্য তৈরি করে।' জাকারবার্গের বক্তব্যের সঙ্গে বাস্তবতার সম্পর্ক থাকলেও তা সব ক্ষেত্রে যে বাস্তব, এমনটা নয়। প্রযুক্তিগত সব বিষয় একরকম কাজ করে না। রোমান্টিক সম্পর্কে কিভাবে নষ্ট করতে পারে ফেসবুক? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক সম্পর্কের মাঝে বিষাক্ত উপাদান ঢুকিয়ে দিতে পারে, যে কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। ফেসবুকে নিরাপত্তাহীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একে অনেকে 'রোমান্টিক নিরাপত্তাহীনতা' হিসেবে ব্যাখ্যা করছেন। কিন্তু ফেসবুকে কিভাবে নিরাপত্তাহীনতা দেখা দেয়? ফেসবুকের এ নিরাপত্তাহীনতা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বহুকাল আগে থেকেই মানুষের মাঝে প্রচলিত রয়েছে। কিন্তু তা অনলাইনে নতুন মাত্রা দিয়েছে। যেকোনো মানুষই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করলে অন্য বহু মানুষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। এখানে তাদের ছবি, মন্তব্য, পোস্টও একে অপরের সামনে উপস্থাপিত হয়। এখানে একজন ব্যক্তি সহজেই তার সঙ্গীর ওপর নজরদারি করার চেষ্টা করতে পারে। আবার একজন অপরজনের বন্ধু-বান্ধবদের অমূলক সন্দেহও করতে পারে। এ ছাড়া অনেকেই তার সঙ্গীর প্রাক্তন প্রেমিক-প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখাকে ভালো চোখে দেখে না। এতে উভয়ের মাঝে অবিশ্বাস বাসা বাঁধে। আপাতদৃষ্টিতে এসব বিষয়কে অনেকের কাছে সহজ বলে মনে হলেও সম্পর্কের ক্ষেত্রে তা বড় প্রতিবন্ধকতা হয়ে দেখা দেয়।
Labels:
লাইফস্টাইল
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment