Tuesday, June 7, 2016
যৌনদাসী না হওয়ায় ১৯ নারীকে পুড়িয়ে হত্যা
যোদ্ধাদের সঙ্গে যৌন মিলনে রাজি না হওয়ায় ইরাকের মসুলে ইয়াজেদি ১৯ নারীকে পুড়িয়ে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর দ্য ইনডিপেন্ডেন্টের। বৃহস্পতিবার বিপুল সংখ্যক মানুষের সামনে তাদের একটি রোহার খাঁচায় পুরে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় বলে খবর দিয়েছে কুর্দি সংবাদ সংস্থা এআরএ । স্থানীয় সংবাদকর্মী আবদুল্লাহ আল মাল্লা জানান, অবাধ্য হলেই এ ধরনের বর্বর আচরণ করে জঙ্গিগোষ্ঠীর সদস্যরা। শত শত মানুষের সামনে ওই নারীদের নির্মমভাবে পুড়িয়ে হত্যা করলেও আইএস জঙ্গিদের ভয়ে কেউ টু শব্দটি করতে পারেনি। ২০১৪ সালে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনজার এলাকা দখলের সময় কয়েক হাজার নারীকে বন্দি করে আইএস।। পরে তাদের যোদ্ধাদের যৌনদাসী হিসেবে ব্যবহার করছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment