ক্রিশ্চিয়ানো রোনালদোর সমালোচনার জবাব দিয়েছে আইসল্যান্ডের কোচ আর খেলোয়াড়রা। তাদের খেলার ধরন নিয়ে পর্তুগাল অধিনায়কের করা নেতিবাচক মন্তব্যকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন দেশটির গোলরক্ষক হানেস।
আর কোচ লর্স লগেরবেক দাবি করেছেন, তার দলকে হারাতে হলে ‘ভালো ফুটবল খেলতে হবে’। ফ্রান্সের সাঁতে ইচেনায় গত মঙ্গলবার রাতে পর্তুগালকে ১-১ গোলের ড্রয়ে রুখে দেয় ইউরোতে প্রথমবার খেলতে আসা আইসল্যান্ড। আইসল্যান্ডের অতি রক্ষণাত্মক খেলার ধরনকে ‘সংকীর্ণ মানসিকতা’ বলে উল্লেখ করেন রোনালদো। ম্যাচ শেষে আইসল্যান্ডের খেলোয়াড়দের উচ্ছ্বাসে ভেসে যাওয়াটা তারকা এই ফরোয়ার্ডের কাছে বাড়াবাড়ি মনে হয়েছে।
বেশ কয়েকটি ভালো সেভ করা আইসল্যান্ডের গোলরক্ষক হানেস রোনালদোর মন্তব্য নিয়ে বলেন, আমি মনে করি, আমরা দল হিসেবে যা করেছি এবং ইউরোতে খেলতে পেয়ে আমাদের যে অর্জন সেই বিবেচনায় এটা কিছুটা অসম্মানজনক। বছরের পর বছর চূড়ান্ত পর্বে খেলা পর্তুগালের মতো দলের বিপক্ষে একটি পয়েন্ট পেতে হলে আপনাকে ভালো দল হতে হবে।
নিজেদের দিনে আইসল্যান্ড যে কোনো দলের বিপক্ষেই ভালো ফল পেতে পারে উল্লেখ করে হানেস বলেন, আমার ধারণা, সে (রোনালদো) বিরক্ত হয়েছে কারণ সে মাত্র ৩ লাখ ৩০ হাজার মানুষের দেশ আইসল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি। কোচ লগেরবেক বলেন, আমার সহজ কথা, আইসল্যান্ডকে হারাতে চাইলে তাদের ভালো খেলতে হবে।
দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ এক পাল্টা আক্রমণে বিরকির বিয়ারনাসনের লক্ষ্য ভেদে সমতায় ফেরে প্রথমার্ধে নানির গোলে পিছিয়ে পড়া আইসল্যান্ড। রোনালদোর দাবি, আইসল্যান্ড জয়ের কোনো চেষ্টাই করেনি, তারা কেবল ‘রক্ষণ, রক্ষণ, রক্ষণ’ করেছে এবং প্রতি আক্রমণে খেলেছে। কিন্তু ম্যাচ শেষে বিয়ারনাসন বলেন, আমরা ম্যাচটিতে জিততে চেয়েছিলাম। সব সময়ই আমাদের লক্ষ্য এটাই। গোল.কম।


No comments:
Post a Comment