চীনের একটি গোয়েন্দা জাহাজ বুধবার জাপানের জলসীমায় প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে এক সপ্তাহেরও কম সময়ে দুই বার বিতর্কিত জলসীমায় প্রবেশ করল চীন। কিছু দিন আগেই বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছের সামরিক জাহাজ পাঠিয়েছিল ডেশটি।
এশিয়ার জলসীমায় চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতিতে জাপান উদ্বিগ্ন। সরকারি মুখপাত্র হিরোশিজ সেকো সাংবাদিকদের বলেন, জাপানি নৌবাহিনীর একটি পর্যবেক্ষণ বিমান দেশের দক্ষিণাঞ্চলীয় কুচিনোয়েরাবু দ্বীপের কাছে নিজস্ব জলসীমায় চীনের একটি গোয়েন্দা জাহাজ দেখতে পায়।
উল্লেখ্য, চীন ও জাপান উভয় দেশ পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে যা বেইজিংয়ে দিয়ায়ু এবং টোকিওতে সেনকাকু নামে পরিচিত। সূত্র: এএফপি


No comments:
Post a Comment