দ্বিতীয় কানাডীয় নাগরিকের শিরশ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিপাইনের প্রেসিডেন্ট। জঙ্গিগ্রুপ আবু সায়াফের ঘটানো এই হত্যাকাণ্ডকে 'নিষ্ঠুর এবং কাণ্ডজ্ঞানহীন' বলে অভিহিত করেন তিনি।
মঙ্গলবার হত্যার ঘটনা নিশ্চিত করে প্রেসিডেন্ট বেনিনগো একুইনো বলেন, এই অঞ্চলে সন্ত্রাস ও দস্যুবৃত্তির বিনাশ করবে ফিলিপাইন।
এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হার্মিনিও কোলোমা বলেন, ‘কানাডার নাগরিক রবার্ট হলকে নির্মম ও বিবেকহীনভাবে হত্যা করায় আমরা এর কঠোর নিন্দা জানাই। গত নয় মাস ধরে সুলুতে আবু সায়াফ গ্রুপের হাতে জিম্মি থাকার পর তাকে হত্যা করা হলো।’
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে জোলো দ্বীপের একটি গির্জার কাছ থেকে বিচ্ছিন্ন একটি মস্তক উদ্ধার করা হয়। মস্তকটি হলের বলে ধারণা করা হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সায়াফ গ্রুপ যাকে হত্যা করেছে সে কানাডার নাগরিক তা বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। আবু সায়াফ চক্রের সদস্যরা বলেছিল, সোমবার বিকেল নাগাদ ৬৫ লাখ মার্কিন ডলার না পেলে তারা হলকে হত্যা করবে।
গত বছর সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সামাল দ্বীপের একটি অবকাশ কেন্দ্র থেকে চারজনের সঙ্গে হলকেও অপহরণ করা হয়েছিল। বিবিসি ও এএফপি


No comments:
Post a Comment