Social Icons

Wednesday, June 15, 2016

আহসানউল্লাহ মাস্টার হত্যায় ছয়জনের ফাঁসির রায় বহাল

জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসানউল্লাাহ মাস্টার হত্যা মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। তারা হলেন- যুবদল নেতা নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু, মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম শিপু, হাফিজ ইলিয়াস ওরফে কানা হাফিজ ও সোহাগ ওরফে সুরু। 
 
 
এছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ডা প্র্রাপ্ত ৭ আসামির দণ্ড হ্রাস করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তারা হলেন- মোহাম্মদ আলী, সৈয়দ আহমেদ মজনু, আনোয়ার হোসেন আনু, রতন মিয়া ওরফে বড় রতন, জাহাঙ্গীর ওরফে কাশেম মাতবর, আবু সালাম ও মশিউর রহমান। 
 
এছাড়া বিচারকি আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নুরুল আমিনের রায় বহাল রেখেছে হাইকোর্ট।
 
বুধবার দুপুর ১টায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি তৃষ্ণা দেব নাথের ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করে। 
 
এছাড়া নিম্ন আদালতে দণ্ডপ্রাপ্ত অহিদুল ইসলাম টিপু তার যাবজ্জীবন দণ্ড রায়ের বিরুদ্ধে কোনো আপিল করেননি। আপিল না করায় আদালত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। 
 
তবে আইনজীবীরা জানায়, যেহেতু আপিল করেননি সেহতেু তার যাবজ্জীবনই বহাল থাকবে। 
 
এছাড়া হাইকোর্ট বাকি আসামিদের সাজা মওকুফ করে বেকসুর খালাশ দিয়েছে। তবে দুজন আসামি হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় তারা কারাগারে মৃত্যুবরণ করেছেন।
 
তারা হলেন- আল আমিন ও ছোট রতন। দুইজনই বিচারকি আদালতে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates