Social Icons

Wednesday, June 8, 2016

ইউরো ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতায় ফ্রান্স

আর মাত্র দুইদিন পর পর্দা উঠছে ইউরো ফুটবলের। কিন্তু এর আগেই বুধবার প্যারিস জুড়ে জারি করা হয় সন্ত্রাসী হামলার সতর্কতা। টুর্নামেন্ট উপলক্ষে ফ্রান্স সফরকারী অন্তত ২০ লাখ বিদেশী ফুটবল সমর্থকের নিরাপত্তার জন্য দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
 
মাসব্যাপী এই টুর্নামেন্ট চলাকালে ব্রিটেনের ফুটবল অনুরাগীরা সন্ত্রাসী হামলার শিকার হতে পারে বলে দেশটি সতর্কতা জারি করার একদিন পর সফরকারীরা কোন বড় ধরনের সমস্যায় পড়লে তা শনাক্ত করার জন্য একটি অ্যাপ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইংরেজি ও ফরাসি ভাষায় নির্মিত এই অ্যাপটি বিনা পয়সায় ডাউনলোড করা যাবে। এর ব্যবহারকারী যদি কোন হামলা বা বিপর্যয়ের আশংকায় পড়ে তাহলে অ্যাপটি সংকেত দিতে থাকবে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে,  মাসব্যাপী এই চ্যাম্পিয়নশীপ চলার সময় ‘সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। ইউরো ২০১৬ চলাকালে স্টেডিয়াম, ফ্যান জোন, সম্প্রচার ভেন্যু, ও যোগাযোগ কেন্দ্রগুলো সন্ত্রাসী হামলার প্রধান লক্ষ্যবস্তুতে থাকবে। গত সোমবার ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদসহ এক ফরাসি নাগরিকের আটক হওয়ার ঘটনাটি এই আশংকার সম্ভাবনা আরো বাড়িয়ে দিয়েছে। 
 
ইউক্রেন বলেছে, গ্রেগরি মাউতক্স নামের ২৫ বছর বয়সী এই ফরাসি নাগরিক টুর্নামেন্ট চলাকালে মসজিদ, সিনাগগ সহ বিভিন্ন স্থাপনায় বহুমুখী হামলা চালানোর পরিকল্পনা করছিল। তবে ওই ব্যক্তির আটক বিষয়ে এখনো পর্যন্ত ফ্রান্সের কর্মকর্তাদের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বরং তাদের মতে ইউরো ২০১৬ টুর্নামেন্ট চলাকালে কোন ধরনের সন্ত্রাসী হামলা আসতে পারে বলে তারা বিশ্বাস করেনা। 
 
১৩ হাজার বেসরকারি নিরাপত্তা রক্ষীসহ দেশটি ইউরো ২০১৬ এর নিরাপত্তার জন্য ৯০ হাজার নিরাপত্তাকর্মী নিয়োগ করেছে। প্যারিস পুলিশের প্রধান মিশেল কেডত বলেছেন যে রাজধানীতে নিযুক্ত ১০ হাজার নিরাপত্তা কর্মীর সঙ্গে আরো ৩ হাজার নিরাপত্তা কর্মকর্তাকে যুক্ত করা হবে।
 
গত নভেম্বরে প্যারিসে আত্মঘাতী বোমা হামলা ও গুলীবর্ষনের ঘটনার পর এখনো পর্যন্ত জরুরী অবস্থা বহাল রয়েছে ফ্রান্স জুড়ে। ওই ঘটনায় ১৩০ ব্যক্তি মৃত্যুবরণ করে। যার দায় শিকার করেছিল জঙ্গি সংগঠন ইসলামী স্টেটের (আইএস) একটি গ্রুপ। এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates