মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন অনানুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পর বিরোধী রিপাবলিকান প্রার্থী (অনানুষ্ঠানিক) ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন হিলারি ক্লিনটন। প্রাইমারি নির্বাচনে প্রয়োজনীয় ডেলিগেটসের সমর্থন পাবার পর এক প্রতিক্রিয়ায় হিলারি বলেছেন, এই জয় বিশ্বের নারীদের জন্য মাইলস্টোন। এদিকে এই জয়ে হিলারিকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা হিলারি এবং বার্নি স্যান্ডার্সকে গত মঙ্গলবার ফোন করেন। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করতে পারেন স্যান্ডার্স। -খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর এই প্রথম কোনো দল থেকে প্রেসিডেন্ট হিসেবে একজন নারী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। যদিও তার দলীয় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স বলেছেন, তিনি লড়াই থেকে সরে যাবেন না। দলীয় সম্মেলন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। নিউইয়র্কের ব্রুকলিনে সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, এই জয় আমি নারীদের অধিকার আদায়ের আন্দোলনে উত্সর্গ করছি। স্যান্ডার্সের সমর্থকদের উদ্দেশে হিলারি বলেন, ডেমোক্র্যাটরা আমার নির্বাচনী প্রচারণায় আকৃষ্ট হয়েছেন। তারা আয়ের বৈষম্য দূর করতে আমার পক্ষে কাজ করছেন। হিলারি ট্রাম্পের বিরুদ্ধে নারী, মুসলমান এবং অভিবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার অভিযোগ আনেন। একজন সংখ্যালঘুর বিচারক নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যেরও নিন্দা জানান হিলারি। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্বাচনের পছন্দের বিষয়টি পরিষ্কার। কারণ ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং কমান্ডার ইন চিফ হওয়ার সম্পূর্ণ অযোগ্য।


No comments:
Post a Comment