মধ্যপ্রাচ্যভিক্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ৮ হাজার মার্কিন নাগরিককে হত্যার তালিকা তৈরি করেছে।
মার্কিন নাগরিক ছাড়াও এই তালিকায় কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশের নাগরিকদের নামও রয়েছে। খবর ডেইলি মিররের।
মুসলমানদের নির্যাতনের প্রতিশোধ হিসেবে ওই তালিকার লোকজনকে হত্যা করতে জঙ্গিগোষ্ঠী আইএস তার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। তালিকাটি ইংরেজি ও আরবি ভাষায় তৈরি করা। এ পর্যন্ত হত্যার জন্য আইএস যত তালিকা করেছে, তার মধ্যে সবচেয়ে বড় তালিকা এটি। এতে ৭ হাজার ৮৪৮ মার্কিন নাগরিক, ৩১২ জন কানাডীয়, ৩৯ জন ব্রিটিশ ও ৬৯ জন অস্ট্রেলিয়ান নাগরিকের নাম-ঠিকানা রয়েছে।
আইএসের ইউনাইটেড সাইবার খিলাফত হ্যাকার গ্রুপ গোপন অ্যাপসের মাধ্যমে ওই ৮ হাজার ৩১৮ জনের তালিকা করে। ২০১৫ সালের এপ্রিলে ওই হ্যাকার গ্রুপের সৃষ্টি হয় বলে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে। তালিকায় বেলজিয়াম, ব্রাজিল, চীন, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মান, গ্রিস, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইসরাইল, ইতালি, জামাইকা, নিউজিল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের নাগরিকদের নাম রয়েছে।
Friday, June 10, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment