বৃহস্পতিবার প্যারিসে এক অনুষ্ঠানে গিয়ে ব্রাজিল আইকন পেলের উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন।
তবে বিশ্বকাপ জয়ী দু'জনেই লিওনেল মেসির ফুটবল জাদুতে মুগ্ধতার কথা বলেছেন।
প্যারিসে মূলত ফাইভ-আ-সাইড ম্যাচে পেলে একাদশ বনাম মারাডোনা একাদশ মুখোমুখি হয়েছিল। সেখানে আড্ডার সময় পেলে আচমকাই মারাডোনাকে জিজ্ঞেস করেন, মেসি নিয়ে তার ব্যক্তিগত মতামতটা কী?
মাইক্রোফোন যে সামনে খোলা, তার কথাবার্তা সবাই শুনতে পাচ্ছে, মারাডোনা সম্ভবত খেয়াল করেননি।
তিনি সোজা বলে দেন, 'মেসি মানুষ হিসেবে খুব ভাল। কিন্তু ব্যক্তিত্ব বলে কিছু নেই।'
পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের নেতৃত্ব গুণ নিয়ে প্রশ্ন তুলে ম্যরাডোনা বলেন, 'ওর তো ভাল নেতা হওয়ার মতো মশলাই নেই। ওর কোনো ব্যক্তিত্ব নেই। নেতা হিসেবে ওকে ভাবা যায় না।'
তার কথায় সম্মতি দিয়ে দ্রুত পেলেও বলেন, 'বুঝলাম। তবে ঠিকই বলেছো। ও আমাদের মতো নয়। আমি যখন সত্তরে কাপ জিতেছিলাম, কী সব প্লেয়ার ছিল ব্রাজিলে। রিভেলিনহো, গার্সন, টোস্টাও।'
তিনি আরও বলেন, 'আমার তো এই আর্জেন্টিনাকে ভালও লাগে না। পুরোটাই মেসির ওপর নির্ভর করে থাকে। আর দিয়েগো, তুমি যখন বলছ মেসি ভাল খেলোয়াড়। কোনো সন্দেহ নেই যে, ও সত্যি ভাল। কিন্তু এটাও ঠিক যে, ওর কোনো ব্যক্তিত্ব নেই!'
ক্লাব বার্সেলোনার হয়ে মেসি যতটা দুর্দান্ত, জাতীয় দলের হয়ে ঠিক ততটা নন। এ জন্য অনেকবারই সমালোচনা সইতে হয়েছে মেসিকে।
স্পেনের ক্লাবটির হয়ে সব শিরোপা একাধিকবার জিতলেও দেশের হয়ে এখন পর্যন্ত তার অর্জনের ভাণ্ডার শূন্য।
তবে গত দুই বছরে লক্ষ্যের খুব কাছে গিয়েও পারেননি। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হারের পর গত বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় মেসির আর্জেন্টিনা। তবে এবারের কোপা আমেরিকা জিততে মরিয়া মেসি।
প্যারিসের ওই ফাইভ-আ-সাইড টুর্নামেন্টে কম তারকা খেলেননি। ফ্রান্সের ক্ল্যারেন্স সিডর্ফ, ডেভিড ত্রেজেগুয়ে, ইংল্যান্ডের রিও ফার্দিনান্দ, স্পেনের ফের্নান্দো হিয়েরো সবাই খেলেন।


No comments:
Post a Comment