ইনজুরির কারণে কোপা আমেরিকার ব্রাজিল দল থেকে ছিটকে পড়েছেন রাফিনহা। বার্সেলোনার এই মিডফিল্ডারের জায়গায় ডাক পেয়েছেন পিএসজির লুকাস মৌরা।
গত ২২ মে কোপা দেল রের ফাইনালের পর থেকে পেশির চোটে ভুগছেন রাফিনহা। সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতে ঘরোয়া ফুটবলে বার্সেলোনার ডাবল নিশ্চিত করার ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের বদলি হিসেবে নামেন ২৩ বছর বয়সী রাফিনহা।
রাফিনহার জায়গায় সুযোগ পাওয়া মৌরার ক্লাবের হয়ে এবারের মৌসুমটা দারুণ কেটেছে। ২০১৫-১৬ মৌসুমে ঘরোয়া ‘ট্রেবল’ জিতেছে পিএসজি। যুক্তরাষ্ট্রে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে গোলরক্ষক এদেরসনেরও।
বেনফিকার এই গোলরক্ষক কুঁচকির চোটে ভুগছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন ব্রাজিলের গ্রেমিওতে খেলা ২৯ বছর বয়সী মার্সেলো গ্রোহে। আগামী রোববার একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে নবম শিরোপা জয়ের অভিযানে নামবে ব্রাজিল। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও পেরু। গোল.কম।
No comments:
Post a Comment