সবাই চেনে ফুটবলার হিসেবে, ফুটবল মাঠে তার পায়ের কারুকাজে মুগ্ধ বিশ্ব। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নেইমার হাতে তুলে নিলেন বেসবল ব্যাট। কিছুক্ষণ ব্যাটিংও করলেন।
নিউইয়র্কে বেড়াতে গিয়ে ফুটবলের বাইরে নতুন খেলা শেখার চেষ্টা করেন ব্রাজিলিয়ান সেনসেশন।
আমেরিকান প্রফেশনাল বেসবল টিম নিউইয়র্ক মেটস পরিদর্শনে যান নেইমার। প্রথমবারের মতো বেসবল খেলার কথাও জানান বার্সা তারকা এবং নেটে বেসবলের ব্যাট দিয়ে শট প্র্যাকটিস করেন।

মেটসের জার্সি গায়ে তাদের হিটিং কোচ কেভিন লংয়ের সাহায্য নিয়ে ইনডোরে বেসবল অনুশীলনে নামেন নেইমার। প্রথমে ব্যাটে-বলে হিট করতে ব্যর্থ হলেও পরে সফল হন।
তবে না, ফুটবলেই ভালো তিনি। তাই সেখানেই পায়ের কারুকাজ দেখানো শুরু করলেন। আর সেটা ফুটবল দিয়ে নয়, বেসবল দিয়ে।
বেসবল দিয়েই মাঠে পায়ের জাদু প্রদর্শন করেন নেইমার। উপস্থিত সবাই তা বেশ আগ্রহভরেই উপভোগ করেন এবং পাশ থেকে নেইমার নৈপুণ্য ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা।
No comments:
Post a Comment