ইইউর বাইরের মানুষের জন্য ‘ন্যায্যতর’ একটি অভিবাসন পদ্ধতির প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের ইইউ ছেড়ে যাওয়ার পক্ষাবলম্বনকারীরা। তারা বলেছেন, যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যেত, তাহলে দেশটির একটি ‘ন্যায্যতর, আরো মানবিক’ অভিবাসন পদ্ধতি থাকতে পারত যা অর্থনীতির জন্য আরো ভালোভাবে কাজ করত।
ইইউ ছেড়ে যাওয়ার পক্ষাবলম্বনকারী টোরি দলের মাইকেল গোভ, বরিস জনসন, প্রীতি প্যাটেল এবং লেবার পার্টির গিসেলা স্টুয়ার্ট যুক্তরাজ্যে আসা সকল অভিবাসীদের জন্য পয়েন্টভিত্তিক পদ্ধতিরও দাবি জানিয়েছেন। তারা বলেছেন, ইইউ মুক্ত চলাচল নিয়মটি বেতনে আঘাত করেছে এবং জনসেবাকে সংকুচিত করেছে। তবে ইইউতে থেকে যাওয়ার পক্ষাবলম্বনকারীরা বলেছেন, এই প্রস্তাবটি যুক্তরাজ্যের অর্থনীতিকে ‘ধ্বংস’ করবে এবং অভিবাসনকে বৃদ্ধি করতে পারে। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment