Social Icons

Wednesday, June 22, 2016

পাচঁ বছর বয়সে মা!

বিশ্বের সবচেয়ে কমবয়সী মায়ের নাম লিনা মেডিনা। পেরুর এ বাসিন্দা মাত্র পাঁচ বছর সাত মাস বয়সেই পুত্রসন্তানের জন্ম দেন। ৭৭ বছর আগে ১৯৩৯ সালের রক্ষণশীল সমাজের রক্তচক্ষু অগ্রাহ্য করেই শিশুর জন্ম দেন তিনি।

প্রথমে লিনার বাবা-মা ভেবেছিলেন মেয়ের পেটে হয়তো টিউমার হয়েছে৷ সেই কারণেই পেট ফুলে যাচ্ছে৷ এই জন্যই মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যান তারা৷

কিন্তু, লিনার শারীরীক পরীক্ষার রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের৷ দেখা যায় সাত মাসের গর্ভবতী পাঁচ বছরের শিশুটি এবং তার যৌনাঙ্গ প্রাপ্তবয়স্কদের মতোই।

চিকিৎসকদের সাহায্যেই নির্দিষ্ট সময়ে পুত্র সন্তানের জন্ম দেয় লিনা। মা ও শিশু দুজনেই বহাল তবিয়তে ছিলেন৷ ঘটনার পরপরই শিশুনির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লিনার বাবাকে। পরে প্রমাণাভাবে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রথমে লিনার সন্তান জানত সে তার বড় বোন। ১০ বছর বয়সে তাঁকে সত্যিটা জানানো হয়৷ কিন্তু, লিনার সন্তানের পিতা কে? এ প্রশ্ন আজও রহস্যঘেরা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates