টানা দুই দফায় বাড়ার পর গত ৩১ মে থেকে বিভিন্ন ধরনের স্বর্ণের দাম ভরিপ্রতি কমানো হয়েছিল এক হাজার ৫১৭ টাকা পর্যন্ত।
এর আগে গত ৬ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ভরপ্রতি এক হাজার ২২৫ টাকার মতো। এর প্রায় দুই মাস আগে গত ৫ মার্চ স্বর্ণের দাম বেড়েছিল ভরিতে এক হাজার ২২৪ টাকার মতো।
এবারে রুপার দর ভরিতে ৫৮ টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস; অর্থাৎ শনিবার থেকে ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপা বিক্রি হবে এক হাজার ১০৯ টাকা।
বাজুস সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণের নতুন এই দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ৪৭ হাজার ১২৩ টাকায়; শুক্রবার পর্যন্ত এটি বিক্রি হবে ভরিপ্রতি ৪৫ হাজার ৮৯৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি ৪৩ হাজার ৮৫৭ টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ২৩ টাকা ও ১৮ ক্যারেটের দাম ৩৭ হাজার ৬১৭ টাকা থেকে বাড়িয়ে ৩৮ হাজার ৬০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর সনাতন পদ্ধতির স্বর্ণের দর ভরিতে দাঁড়াবে ২৬ হাজার ৮২৮ টাকা; যা শুক্রবার পর্যন্ত বিক্রি হবে ২৬ হাজার ১২৮ টাকায়।
দাম বাড়ার কারণে ২১ ক্যারেট স্বর্ণ ভরিতে ১ হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণর দর ভরিতে ৭০০ টাকা বাড়ছে।


No comments:
Post a Comment