Thursday, June 16, 2016
গল্প ফেঁদে ৫৫টা বিয়ে!
সবাই নাকি তার বউ। ছোটবেলায় বিয়ে হয়েছিল। এখন মনে পড়েছে। তাই দেখতে এসেছে। তাকে স্বামীর ঘরে নিয়ে যেতে এসেছে। এক গল্প... এই এক গল্প ফেঁদেই সে বানিয়েছে ৫৫টা 'বউ'। তারপর সুযোগ বুঝে 'একরাতের বউ'-এর কাছ থেকে সব সোনাদানা, গয়নাগাঁটি হাতিয়ে নিয়ে সোজা ধাঁ। 'জামাই রাজা' সবাই তাকে এই নামেই চেনে। ভালো নাম জিয়ারাম জাট। ভারতের পশ্চিম রাজস্থানের বারমেঢ় জেলার নিম্বলকোট গ্রামের বাসিন্দা। অর্থ ও যৌনতার লোভে সে ৫৫টা 'বউ' বানালেও আদতে সারাজীবন কোনও বিয়েই করেনি 'জামাই রাজা'। এদিকে, সামাজিক অসম্মানের ভয়ে পুলিসের কাছে মুখ খুলতে ভয় পেত ওই কিশোরী থেকে যুবতীদের পরিবার। এরকমভাবেই 'শিকার' ধরার সময় ২০০৪ সালে পুলিসের পাতা ফাঁদে পা দেয় 'জামাই রাজা'। তারপর থেকে সে আর এই পথে পা বাড়ায়নি। ৫৪ বছর বয়সে গত ১১ জুন তার মৃত্যু হয়। - সূত্র : জিনিউজ
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment