Thursday, June 16, 2016
ইথিওপিয়ায় সাত মাসে ৪ শতাধিক বিক্ষোভকারী নিহত
হর্ন অব আফ্রিকা হিসেবে পরিচিত ইথিওপিয়ায় গত নভেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে চার শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন কয়েক হাজার। মানবাধিকার পর্যবেক্ষক হিউম্যান রাউটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার গ্রুপটির প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, মাত্রাতিরিক্ত ও প্রাণঘাতী বল প্রয়োগের পাশাপাশি দেশটিতে গণগ্রেপ্তারের ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে ইথিওপিয়ার যোগাযোগমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। সংস্থাটির আফ্রিকা বিষয়ক এক কর্মকর্তা বলেন, দেশটির নিরাপত্তা বাহিনী কয়েকশ শিক্ষার্থী, কৃষকসহ শান্তিপ্রিয় মানুষকে গুলি করে হত্যা করেছে। এক রিপোর্টে ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন জানায়, দেশটির ওরোমিয়া রাজ্যে ১৭৩ জন বিক্ষোভকারীর প্রাণহানির তথ্য রয়েছে। এর মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। জানা যায়, একটি জঙ্গল কাটা নিয়ে গত নভেম্বরে বিক্ষোভের সূত্রপাত। রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণে ৮০ কিলোমিটার দূরে একটি প্রকল্পের জন্য গিঞ্চি শহরের বড় একটি জঙ্গল পরিষ্কার করতে যান সরকারের প্রতিনিধিরা। এ সময় এলাকার বাসিন্দারা বাধা দেয়। সরকার বিষয়টি তোয়াক্কা না করায় শুরু হয় বিক্ষোভ। অল্প সময়ের মধ্যে পুরো ওরোমিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া বিক্ষোভে শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষও অংশ নেন। বিক্ষোভ ঠেকাতে পুলিশের সঙ্গে সেনাসদস্যও নামায় আদ্দিস আবাবা সরকার।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment