নতুন এক বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বর্ণবাদী হিসেবে খ্যাতি পাওয়া এই নব্য রাজনীতিবিদ জানান, সন্ত্রাস দমনে জাতি বা বর্ণভিত্তিক 'প্রোফাইলিং' করা প্রয়োজন। রবিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।
বিবিসি তারা প্রতিবেদনে জানায়, ট্রাম্প তার প্রোফাইলিংয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন- কোনো ব্যক্তির জাতীয়তা, বর্ণ বা ধর্মী বিষয়ক তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করা এবং ব্যক্তিটি অপরাধে জড়ানোর কোন শঙ্কা আছে কি না তা খতিয়ে দেখা হবে এ কাজের লক্ষ্য।
'মুসলমানদের ওপর আরো তথ্য ও নজরদারি বাড়ানো প্রয়োজন কি না?' এমন এক প্রশ্নের জবাবে সিবিএস টেলিভিশনকে ডোনাল্ড ট্রাম্প 'প্রোফাইলিং' করার কথা জানান। তার এই কথা নিয়ে এবারও রিপাবলিকান দলে বিভেদ সৃষ্টি হয়েছে। অবশ্য ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নিজেই প্রোফাইলিয়ের পক্ষে নন। তবে এটা বর্তমান সময়ে জরুরি এবং বেশ কিছু দেশ সফলতার সঙ্গে কাজটি করছে।
এ সময় তিনি আরো বলেন, ওরল্যান্ডোর ঘটনা মুসলিম নিষেধাজ্ঞার বিষয়ক আমার প্রস্তাবকে সমর্থন করে। বিবিসি।


No comments:
Post a Comment