Monday, June 20, 2016
'সতীত্বের' ধারণা বদলেছে তাই কমছে ডিভোর্স
সারা পৃথিবীজুড়েই নারীদের জন্য এক অদ্ভুত প্রথা প্রচলিত আছে যার নাম 'সতীত্ব'। ইংরেজিতে বলে 'ভার্জিনিটি'। জননাঙ্গের হাইমেন বিদীর্ণ হওয়া মানে ধরে নেওয়া হয় যে মেয়েটি যৌন সম্পর্কে অভ্যস্ত। বলাই বাহুল্য যে, এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্রেফ কুসংস্কার। উন্নত সমাজ এই ধারণা থেকে সরে আসছে। আমেরিকায় পরিচালিত এক সাম্প্রতিক সমীক্ষা বলছে, মেয়েদের ওপর থেকে এই 'সতীত্বের' বোঝা যত হালকা হচ্ছে সংসারে তত মন বসছে। সমীক্ষায় জানা গেছে, বিয়ের আগে যেসব মেয়েদের শারীরিক সম্পর্ক ছিল না বা দুটি সম্পর্ক ছিল তাঁরাই বেশি ডিভোর্স করেন। আর যাদের বিবাহপূর্ববর্তী সম্পর্ক ৩ থেকে ১০-এর মধ্যে তাদের ডিভোর্স করার প্রবণতা কম। সে দেশে আজকাল নাকি ভার্জিন মেয়ে পাওয়াই মুশকিল। সেই সঙ্গে বিয়ের আগে দুটির বেশি শারীরিক সম্পর্ক তৈরি হয়নি এমন মেয়েও কম। আর সেই কারণেই নাকি সেখানে ডিভোর্সের হার কমছে। এমনটাই দাবি করেছে, ইউএস ন্যাশনাল সার্ভে অফ ফ্যামিলি গ্রোথের রিপোর্টের ভিত্তিতে তৈরি সমীক্ষা। আমেরিকার উটাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস ওলফিঙ্গার দাবি করেছেন, ২০০২, ২০০৬-২০১০ এবং ২০১১-২০১৩ এই তিনটি সময়কালের রিপোর্টের ভিত্তিতেই তিনি সমীক্ষা চালিয়েছেন। আর তাতেই স্পষ্ট হয়েছে, যে মেয়ের বিয়ের আগে যত বেশি সম্পর্ক, বিয়ের পরে তাঁর জীবন তত বেশি সুখের। একই সঙ্গে সমীক্ষা বলছে, আমেরিকায় দিন দিন কমছে ভার্জিন মেয়ের সংখ্যা। ২০১০ সালে যেটা ছিল মাত্র ২৮ শতাংশ।
Labels:
জানা-অজানা
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment