আগামী দিনগুলোতে ভোটের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কমতে পারে জাকারবার্গের। সম্প্রতি এমনই এক প্রস্তাব এনেছে ফেসবুকের পরিচালনা পর্ষদ। সামাজিক যোগাযোগ মাধ্যমটির ভবিষ্যতের ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে এই প্রস্তাব আনা হয়।
বর্তমানে ফেসবুকের ৪০ লাখ ক্লাস এ শেয়ার ও ৪১ কোটি ৯০ লাখ ক্লাস বি শেয়ারের মালিক জাকারবার্গ। সেজন্য ভোটের ক্ষেত্রে তার নিয়ন্ত্রণ ৫৩.৮।
বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এ এক নথি দাখিল করে ফেসবুকের পরিচালনা পর্ষদ। এ ব্যাপারে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, জাকারবার্গ যখন শীর্ষ নেতৃত্বস্থানীয় পদে থাকবেন না তখন তার সব ক্লাস এ শেয়ার যাতে ক্লাস বি শেয়ারে পরিণত করা যায়, সেজন্য এক প্রস্তাবে তারা শেয়ারধারীদের ভোট দিতে আহ্বান জানাবেন।
ফেসবুকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির চলতি বছরের বার্ষিক সাধারণ সভা শুরু হচ্ছে ২০ জুন। ওই সভায় নতুন প্রস্তাবের ব্যাপারে ভোটাভুটি হবে।
পরিচালনা পর্ষদের মতে, ভবিষ্যতেও যাতে জাকারবার্গের ভোটের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সীমাবদ্ধ না থাকে সে জন্যই এই প্রস্তাব আনা হয়েছে।
বর্তমান নীতিমালা অনুযায়ী, জাকারবার্গ ক্লাস বি শেয়ার রাখার অনুমোদন রাখেন। শুধু তাই নয়; প্রতিষ্ঠান ছাড়ার পরও তিনি ভোটের ক্ষমতায় অধিকাংশ নিয়ন্ত্রণ রাখেন। এমনকি, মৃত্যুর পরও তার ভোটের ক্ষমতা আর ক্লাস বি শেয়ার তার উত্তরাধিকারদের মধ্যে দিয়ে যেতে পারবেন। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।


No comments:
Post a Comment