সেপটিক শকে মারা গেছেন বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলী। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক কারণে তার রক্তচাপ হঠাৎ করেই কমে যায়। আর সে কারণেই শুক্রবার অ্যারিজনা রাজ্যের ফনেক্স হাসপাতালে তিনি মারা যান।
ধারণা করা হচ্ছে শারীরিক দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক মত কাজ না করায় সেপটিক শক ৭৪ বছর বয়সী এই সাবেক বক্সারের।
মোহাম্মদ আলি ১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লুইসডিলে জন্মগ্রহণ করেন। সেখানেই ইসলামিক রীতি মেনে শুক্রবার তার শেষকৃত্য হবে। অবশ্য অনুষ্ঠানে অন্য ধর্মমতের ছাপ থাকবে বলে পরিবারের একটি সূত্র জানায়।
মোহাম্মদ আলীর পরিবারের একজন সদস্য জানিয়েছেন, নিজেকে একজন বৈশ্বিক নাগরিক হিসাবে মনে করতেন মোহাম্মদ আলী, তাই তিনি চাইতেন, তার শেষকৃত্যে সব ধর্মমতের মানুষ অংশ নেবে। মোহাম্মদ আলীর চাওয়া অনুযায়ী, শেষকৃত্যটি মুসলিম ঐতিহ্য অনুযায়ী হলেও, তাতে সব ধর্মের ছাপ থাকবে।
মোহাম্মদ আলীর স্ত্রীকে সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যেভাবে সারা বিশ্ব তাকে স্মরণ করছে, তাতেই তার বর্ণিল জীবন সম্পর্কে বোঝা যায়। মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও।
মুষ্টিযোদ্ধার ২১ বছরের ক্যারিয়ারে তিনি মোট ৬১টি লড়াইয়ে অংশ নিয়ে ৫৬টিতে জয় পেয়েছেন তিনি। এ ছাড়াও তিনবার জয় করেছেন হেভি ওয়েট। সেই সঙ্গে অলিম্পিকে লাইট ওয়েটে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জয় করেন তিনি। বিবিসি।


No comments:
Post a Comment