নিজেকে প্রমাণ করেই জাতীয় দলে সুযোগ পেতে হয় প্রতিটা ক্রিকেটারকে। আর সবার কপালে সুযোগ মেলে না জাতীয় দলে খেলার। কেউ আসেন গ্রামের প্রত্যান্ত অঞ্চল থেকে আবার কেউ আসেন শহর থেকে। ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক ধারাবাহিক পারফরমেন্সে মুগ্ধ সারা ক্রিকেট বিশ্ব। দেশের ক্রিকেটাঙ্গন এখন সারা বিশ্বের ক্রিকেট বোদ্ধাদের প্রসংশায় ভাসছেন। আর যারা এ অনন্য সাফল্য বয়ে এনেছেন। শুরু থেকে যারা এদেশের ক্রিকেটকে এতদূর নিয়ে এসেছেন। তারা দেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছেন।
এবার জেনে নেয়া যাক আমাদের ক্রিকেটারদের কার বাড়ি কোন জেলায়-
১। তামিম ইকবাল- চট্টগ্রাম, ২। ইমরুল কায়েস- মেহেরপুর, ৩। এনামুল হক- কুষ্টিয়া ,৪। জুনায়েদ সিদ্দীক- রাজশাহী,
৫। মুশফিকুর রহীম- বগুড়া, ৬। মুমিনুল হক- কক্সবাজার, ৭। সাকিব আল হাসান- মাগুরা, ৮। রুবেল হোসেন- বাগেরহাট,
৯। মাশরাফি বিন মর্তুজা- নড়াইল, ১০। শফিউল ইসলাম- বগুড়া, ১১। আব্দুর রাজ্জাক- খুলনা, ১২। সৈয়দ রাসেল- যশোর,
১৩। আবুল হাসান- মৌলভীবাজার, ১৪। নাজমুল হোসেন- হবিগঞ্জ, ১৫। অলক কাপালী- সিলেট, ১৬। নাসির হোসেন- রংপুর , ১৭। নাঈম ইসলাম- গাইবান্ধা, ১৮। মোহাম্মদ আশরাফুল- ঢাকা, ১৯। সোহাগ গাজি- পটুয়াখালী, ২০। আল-আমিন- ঝিনাইদহ , ২১। শাহাদাত- নারায়ণগঞ্জ, ২২। মাহমুদুল্লাহ রিয়াদ- ময়মনসিংহ , ২৩। ফরহাদ রেজা- রাজশাহী
২৫। নাজিমউদ্দিন-চট্টগ্রাম, ২৬। নাফিস ইকবাল- চট্টগ্রাম, ২৭। শুভাগত হোম- ময়মনসিংহ, ২৮। সোহরাওয়ার্দী শুভ- রংপুর, ২৯। তাপস বৈশ্য- সিলেট, ৩০। ইলিয়াস সানী- ঢাকা, ৩১। জহুরুল ইসলাম- রাজশাহী, ৩২। তাসকীন আহমেদ- চট্টগ্রাম, ৩৩। শাহরিয়ার নাফিস- বরিশাল, ৩৪। মাহবুবুল আলম রবিন- ফরিদপুর, ৩৫। ধীমান ঘোষ- দিনাজপুর,৩৬। রবিউল ইসলাম- সাতক্ষীরা, ৩৭। সৌম্য সরকার- সাতক্ষীরা, ৩৮। জোবায়ের হোসেন- জামালপুর,
৩৯। রকিবুল হাসান- জামালপুর. ৪০। তাইজুল ইসলাম- নাটোর. ৪১। এনামুল হক জুনিয়র- সিলেট, ৪২। মোস্তাফিজুর রহমান- সাতক্ষীরা, ৪৩। লিটন দাস- দিনাজপুর


No comments:
Post a Comment