Social Icons

Tuesday, June 7, 2016

ঈদে ঢাকার প্রেক্ষাগৃহে কলকাতার ৪ ছবি

কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির কলা-কুশলী ও নায়কদের বাংলাদেশে ঘনঘন যাতায়াত দেখে অনেকে আগেই বুঝে নিয়েছিলেন কোনদিকে যাচ্ছে আমাদের সিনেমার বাজার। দিনটি দেখার জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না ঢাকাই সিনেমার বাজার বিশেষজ্ঞদের। যৌথ প্রযোজনার নামে আমাদের চলচ্চিত্রের ছোট্ট বাজারটি কলকাতার ছবির অবাধ প্রবেশের সুযোগ করে দিচ্ছে। সে বিষয়ে কিছু লোক গলা ফাটালেও কারও কানে পৌঁছেনি তাদের চিৎকার। শোনা যাচ্ছে আসছে ঈদে সম্পূর্ণ নতুন চারটি ভারতীয় ছবি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। ছবিগুলো আমদানি করতে যাচ্ছে অরাধনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও একাধিক সূত্রের বরাতে জানা গেছে। ফলে প্রথমবারের মতো ঈদ উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ, যীশু, সায়ন্তিকা, মিমি, নুসরাতদের ছবি। ছবিগুলোর নাম হচ্ছে রাজা চন্দ পরিচালিত ‘প্রেমের গোলমাল’, রাজীব কুমার পরিচালিত ‘লাভ এক্সপ্রেস’, সৃজিত মুখোপ্যাধায় পরিচালিত ‘জুলফিকার’ এবং কমলেশ্বর পরিচালিত ‘চাঁদের পাহাড়-২’। চারটি ছবিই কলকাতা প্রযোজনা প্রতিষ্ঠান শ্রীভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত। ছবিগুলোর আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১২ সালের জাতীয় আমদানি-রফতানির নীতিমালা মেনেই ছবিগুলো আমদানি করা হচ্ছে। কিন্তু বিষয়টি আসলে কী দাঁড়াল? ঘুরে ফিরে দেশের সিনেমা বাজার কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানের হাতেই চলে যাচ্ছে। দেশের এই চলচ্চিত্র বাজার ভারতের হাতে তুলে দিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রধান ভূমিকা রাখছে দেশের বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে নানা নোংরা রাজনীতির আশ্রয় নিয়ে দেশের অন্যান্য নির্মাতার সিডিউল ফাঁসিয়ে ঈদে মুক্তি প্রতীক্ষিত বাংলাদেশী ছবিগুলো আটকে দিল শাকিব খান। লক্ষ্য, তার অভিনীত ছবি যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবিটি মুক্তি দেয়া। কলকাতার ছবি আমদানির বিরুদ্ধে কোনো মন্তব্যই করছেন না চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খানসহ অন্যরা। মোট কথা চলচ্চিত্র বোদ্ধারা দেশের চলচ্চিত্র বাজার হাতছাড়া হওয়ার বিষয়ে যে কথাগুলো এতদিন বলে এসেছেন ক্রমেই যেন সেটি বাস্তবায়িত হচ্ছে। ভয়টা সেখানেই।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates