Tuesday, June 7, 2016
চিলিকে হারিয়ে আর্জেন্টিনার মধুর প্রতিশোধ
কোপা আমেরিকা কাপের শতবর্ষ আয়োজনে জয় দিয়ে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা স্টেডিয়ামে 'ডি'গ্রুপের খেলায় তারা গতবারের চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে পরাজিত করেছে। এ জয়ের মাধ্যমে গত আসরের ফাইনালে হারের এক রকম প্রতিশোধ নিল জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। ইনজুরিতে এই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিওলেন মেসি। তার জায়গায় দলে সুযোগ পান নিকো গাইতান। প্রথমার্ধ গোলশূন্য থাকে আর্জেন্টিনা। তবে খেলার নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। এরই ফল দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে পিএসজি তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলে সহায়তা করেন সেভিয়ার মিড-ফিল্ডার এভার বানেগা। এর ৮ মিনিট পরেই ব্যবধান বাড়ান বানেগা। এবার তার এই গোলে সহায়তা করেন ডি মারিয়া। তবে যোগ করা সময়ে চিলির পক্ষে সান্ত্বনার গোল করেন হোসে পেদ্রো ফুনজালিডা। গত বছর কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির কাছে টাইব্রেকারে হেরেছিল আর্জেন্টিনা। একই গ্রুপের অপর ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে পানামা। খেলার ১১ মিনিটে পানামাকে এগিয়ে নেন অ্যান্থনিও পেরেজ। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে জুয়ান কার্লোস আর্চ বলিভিয়াকে সমতায় ফেরান। তবে শেষ মুহূর্তে ৮৭ মিনিটে আবারও পেরেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment