Social Icons

Saturday, September 17, 2016

১০ কারেণ জুটেছ না নারী সঙ্গ

অনেকেই আছেন যারা নারী সঙ্গ নিয়ে খুব হীনমন্যতায় ভোগেন। সহজে মিশতে পারেন না। আবার অনেক সময় মুখচোরা হওয়ায় নারীরাও পাত্তা দেন না। নারীদের কাছে ছেলেদের পাত্তা না পাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা অনুসন্ধান করে বেশ কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন। তার মধ্যে ১০টি কারণ পাঠকদের জন্য দেওয়া হলো-

  • মেয়েদের দেখলেই আপনি ঘাবড়ে যান। মেয়েদের সঙ্গে মেলামেশায় আপনি তেমন অভ্যস্ত নন।

  • কোনো মেয়ে আপনার সঙ্গে একটু হেসে কথা বললেই আপনি ভেবে বসেন, সে নির্ঘাৎ আপনার প্রেমে পড়ে গেছে।

  • আপনি যদি শুরুতেই প্রেম-গদগদ হয়ে কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করতে চান, তাহলে সে স্বভাবতই বিরক্ত হবে।

  • আপনি ভয়ানকভাবে পৌরুষের অহঙ্কারে ভোগেন। মেয়ে মানেই বোকা, ন্যাকা- এমনটাই ধারণা আপনার।

  • আপনার কথাবার্তা আচার-আচরণে মেয়েদের ছোট চোখে দেখার মানসিকতা প্রকাশ পায়। স্বভাবতই মেয়েরা আপনাকে এড়িয়ে চলে।

  • আপনার রসবোধ খুব খারাপ। কোনো মেয়ের সঙ্গে কী ধরনের রসিকতা করা উচিৎ, সেই জ্ঞান আপনার একেবারেই নেই।

  • আপনি যদি এমন কোনো রসিকতা করেন যা অশালী‌ন, কিংবা মেয়েদের পক্ষে অপমানজনক, তা হলে মেয়েরা আপনাকে অপছন্দ করবেই।

  • আপনি সব সময়েই একজন প্রেমিকা জোটানোর জন্যে হন্যে হয়ে ঘুরছেন। ফলে যে কোনো মেয়ের সঙ্গেই আলাপ হোক না কেন, আপনি সেই মেয়েকে নিজের প্রেমিকা করে তোলার জন্য উঠেপড়ে লাগেন। মেয়েটির পক্ষে এটি খুব অস্বস্তিকর অভিজ্ঞতা কিন্তু।

  • আপনি জানেন না কোথায় থামতে হবে। কোনো মেয়ে কখন আপনাকে এড়িয়ে যেতে চাইছে, কখন সে চাইছে একা থাকতে তা তো কোনও মেয়ে আপনাকে স্পষ্ট করে বলবে না, বরং তার আচরণ থেকে এটা আপনাকে নিজেকে‌ই বুঝে নিতে হবে।

  • আপনি নোংরা এবং অগোছালো স্বভাবের। সাধারণভাবে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন পুরুষদেরই পছন্দ করে। যদি নোংরা জামা, এলোমেলো চুল, কিংবা গায়ে ঘামের দুর্গন্ধ নিয়ে নারীসঙ্গ করতে যান, তা হলে মেয়েরা আপনার থেকে দূরে সরে যাবে- এটাই স্বাভাবিক।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates