গত মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলো এয়ারপোর্টে ভিসা বিহীন পাসপোর্ট নিয়ে এয়ারপোর্ট এর ডিওটি ফ্রি শপিং অতিক্রম করে বাহির হওয়ার সময় ২ জন বাংলাদেশীকে আটক করে ব্রাজিল ইমিগ্রেশন পুলিশ । ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদে আটক ২ জন ইমিগ্রেশন পুলিশকে জানায় তারা ব্রাজিলে কাজের সন্ধানে এসেছেন । বাংলাদেশ থেকে তারা এমিরাতস এয়ার লাইন্স এ দুবাই হয়ে ব্রাজিল আসেন ।
কিন্তু ভিসা বা কোন পেপারস ছাড়া কিভাবে ২ জন বিমানের বডিং পেল ? সেই প্রশ্ন ইমিগ্রেশনের ।তাৎক্ষনিক এমিরাতস এয়ার লাইন্সকে জরিমানা করে হুশিয়ারি করা হয় । পরবর্তী তে যদি এই ধরনের কোন অভিযোগ পাওয়া যায় তাহলে ব্রাজিলের সব এয়ারপোর্ট এ তাদের ফ্লাইট বাতিল করা হবে।
এরপর বাংলাদেশ থেকে প্রেসেঞ্জার বহনকারী কাতার এয়ার লাইন্স , টার্কিশ এয়ার লাইন্স কে হুশিয়ারি
বার্তা পাঠান সাও পাওলো এয়ারপোর্ট । ভিসা যাচাই না করে যেন কোন প্রেসেঞ্জার কে বডিং কার্ড না দেয়া হয় ।
সম্প্রতি এই এয়ারপোর্ট দিয়ে অনেক প্রেসেঞ্জার ভিসা ছারাই ব্রাজিলে প্রবেশ করে এই পন্থায় ।কিন্তু এবার ব্রাজিল করা জবাব দিল ।সেই সাথে আটক ২ জন কে এমিরাতস এর ফিরতি ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠান ।
ব্রাজিলের আর ৭ পত্রিকা সুত্রে জনা যায় রিও দ্যা জানারিও এয়ারপোর্ট এবং সাও পাওলো এয়ারপোর্ট এ কড়া নজর ধারী করা হচ্ছে । শরণার্থী সেজে যেন আই এস বা আল কায়দা ব্রাজিলে প্রবেশ করতে না পারে ।
No comments:
Post a Comment