আজ প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাংকিংয়ের শীর্ষ পাঁচ-এ ফিরেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর(৩-০) এবং কলম্বিয়ার(২-১) বিপক্ষে জয়ের সুবাদে যৌথভাবে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে ফিরেছে নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিল।
র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে আর্জেন্টিানা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম ও জার্মানি।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশ দল:
১. আর্জেন্টিনা
২. বেলজিয়াম
৩. জার্মানি
৪. কলম্বিয়া ও ব্রাজিল
৬. চিলি
৭. পর্তুগাল
৮. ফ্রান্স
৯. উরুগুয়ে
১০. ওয়ালস।
বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর(৩-০) এবং কলম্বিয়ার(২-১) বিপক্ষে জয়ের সুবাদে যৌথভাবে র্যাংকিংয়ের চতুর্থ স্থানে ফিরেছে নেইমারের নেতৃত্বাধীন ব্রাজিল।
র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে আর্জেন্টিানা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বেলজিয়াম ও জার্মানি।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ দশ দল:
১. আর্জেন্টিনা
২. বেলজিয়াম
৩. জার্মানি
৪. কলম্বিয়া ও ব্রাজিল
৬. চিলি
৭. পর্তুগাল
৮. ফ্রান্স
৯. উরুগুয়ে
১০. ওয়ালস।
No comments:
Post a Comment