ব্রাজিলে ফের কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে ৮জন। সোমবার সকালে দেশটির রোনদোনিয়া রাজ্যের একটি কারাগারে এ ঘটনা ঘটেছে।
এর আগে রোববার রোরাইমা রাজ্যের রাজধানী বোয়া ভিস্তার কারাগারে আগন্তুকদের পরিদর্শনকালীন সময়ে (ভিজিটিং আওয়ার) কয়েদিদের প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। কয়েদিদের একটি দল কারাগারের একটি অংশ ভেঙে অন্য অংশে (যেখানে প্রতিদ্বন্দ্বী দলের বন্দিরা ছিল) উপস্থিত হলে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, সোমবার ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমের রাজ্য রোনদোনিয়ার কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
তিনি বলেন, ‘ ধারণা করা হচ্ছে ৮ জন নিহত হয়েছে। তবে দেহগুলো আগুনে পোড়া । চিকিৎসকদের বিষয়টি নিশ্চিত করতে হবে।’
প্রসঙ্গত, সবচেয়ে বেশি বন্দি রয়েছে এমন দেশের তালিকায় বিশ্বে ব্রাজিলের স্থান চতুর্থ। দেশটিতে বর্তমানে ৬ লাখ কারাবন্দি রয়েছে।
No comments:
Post a Comment