রূপ, গুণ এখানে তুচ্ছ। শরীরের পশ্চাদভাগ সুন্দর হলেই অংশ নেওয়া যেতে পারে “মিস বামবাম” প্রতিযোগিতায়।এখানে অর্থ ও সম্মানের পাশাপাশি বিজয়িনী সুযোগ পাবেন পুরুষদের একটি বিখ্যাত ম্যাগাজ়িনের কভার পেজের মডেল হতে। কে নেই সেখানে? প্রাক্তন পর্ন স্টার, মডেল, হবু পর্ন স্টার সকলেই হাজির নিজেদের বিশেষ অঙ্গের প্রদর্শন করতে। শুনতে একটু অদ্ভুত লাগলেও, যুবতিরা কিন্তু পশ্চাদদেশের সৌন্দর্য প্রদর্শন করতে অবলীলায় তৈরি। এই পর্যন্ত অবশ্য সবই ঠিক ছিল। বিতর্ক, সমালোচনা, নারীবাদ, পুরুষবাদ, অশ্লীলতা কেউই এই প্রতিযোগিতার ধারে কাছে আসতে পারেনি। কিন্তু এই প্রতিযোগিতায় যে ঘুষ দেওয়া নেওয়া হতে পারে তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি।
হ্যাঁ, ২০১৪ সালের “মিস বামবাম” প্রতিযোগিতায় উঠেছিল এক বিরাট ঘুষ মামলার অভিযোগ। জেতার জন্য “বিজয়িনী নিতম্বিনী” নাকি ৭০ হাজার পাউন্ড উৎকোচ দিয়েছিলেন বিচারকদের। সে কথা শুনে অবাক হয়েছিলেন অনেকেই।
সেই মডেল কন্যার নাম ছিল ইন্ডিয়ানারা কারভালহো। নিতম্ব প্রদর্শনের জন্য কেউ ঘুষ দিতে পার তা কেউ ভাবতে পেরেছিলেন কিনা কে জানে! অবশ্য ইন্ডিয়ানার বিপক্ষ প্রতিযোগী (যাঁরা হেরে গিয়েছিলেন) দাবি করেছিলেন যে, যে মেয়ে বিশেষ কোনও সঙ্গীর সঙ্গে যৌনতা উপভোগ করার জন্য ব্যয়বহুল অপারেশন করে পুনরায় কুমারীত্ব অর্জন করতে পারেন, তাঁর পক্ষে কিছুই আশ্চর্য নয়। অবশ্য পরে এই ভার্জিনিটি রিস্টোর অপারেশনের কথা ইন্ডিয়ানা নিজেও স্বীকার করেছিলেন।
একা ইন্ডিয়ানাকেই বা দোষ দেওয়া যা কী করে ? ২০১৩ সালেও “মিস বামবাম”-এর দুই প্রতিযোগীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল। ২০১১ সালে ব্রাজ়িলে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রাপ্তবয়স্কদের এই প্রতিযোগিতাটির নিজের প্রাপ্তবয়স্ক হতে এখনও ঢের দেরি। কিন্তু এরই মধ্যে এত বিতর্ক ? অনেকে তো প্রতিযোগিতার নাম শুনেই নাক সিঁটকেছেন। মুখ নয়, চোখ নয়, হাসি নয়, নিদেন পক্ষে চুলও নয়। শেষমেশ কিনা নিতম্ব প্রদর্শনের প্রতিযোগিতা, তাতেও আবার দু’নম্বরি! মানুষের রুচি কি এতটাই খারাপ হয়ে গিয়েছে ? এই কঠিন প্রশ্নটির উত্তরটা অবশ্য আরও কঠিন।
নভেম্বরেই শুরু হবে “মিস বামবাম” প্রতিযোগিতা। এখন চলছে তার প্রস্তুতি। সাও পাওলোর রাস্তায় ভোট জোগাড় করতে শর্ট বিকিনি পরে দাঁড়ায়ে থাকছেন নিতম্বিনীরা।
প্রথম ধাপে প্রতিযোগীর সংখ্যা ২৭। এঁদের মধ্যে থেকে ছেঁকে ১৫ জনকে বাছাই করা হবে। ১৫ জনের মধ্যে আবার হবে আরও কঠিন কম্পিটিশন। তারপর বাছাই করা হবে এবছরের সেরা সুন্দর নিতম্বের অধিকারী “মিস বামবাম”-কে।


No comments:
Post a Comment