Social Icons

Wednesday, October 12, 2016

'১০০ পরমাণু বোমা মজুদ করবে উত্তর কোরিয়া'

উত্তর কোরিয়া দ্রুত পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী চার বছরের মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সংখ্যা ১০০-তে পৌঁছবে। মার্কিন থিংক ট্যাংক র‍্যান্ড কর্পোরেশনের উদ্ধৃতি দিয়ে ভারতের সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে। 
র‍্যান্ড কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হাতে এখন ১৩ থেকে ২১টি পরমাণু বোমা বানানোর উপযোগী উপাদান  রয়েছে। এসব বোমা ২০২০ সালের মধ্যে তৈরি করা হবে। এছাড়া, এ সময়ের মধ্যে আরও ৫০ থেকে ১০০টি পরমাণু বোমা বানানোর উপযোগী উপাদান দেশটি তৈরি করতে পারবে বলে মনে করা হচ্ছে। মিশ্র পন্থা অবলম্বন করে পিয়ংইয়ং পরমাণু বোমার উপাদান তৈরির খরচও কমিয়ে আনতে পারবে। ফলে পরমাণু বোমা তৈরির উপাদান ব্যাপক মাত্রায় তৈরি করতে পারবে উত্তর কোরিয়া।
গত ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন পঞ্চম পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। একে দেশটির এই যাবতকালের সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, বিমান বা যুদ্ধজাহাজে পরমাণু বোমা মোতায়েনের সক্ষমতাও তাদের আছে বলেও দাবি করেছে উত্তর কোরিয়া। আমেরিকার মতো দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পরমাণু বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করে চলেছে এখন উত্তর কোরিয়া। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে এই ক্ষেত্রে পুরো সক্ষমতা অর্জন করবে পিয়ংইয়ং। পরিণামে এটি আমেরিকা এবং তার মিত্রদের জন্য মারাত্মক জাতীয় নিরাপত্তা সংকট ডেকে আনবে বলে ইতিমধ্যে আশঙ্কা করা হচ্ছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates