Wednesday, October 12, 2016
মিঠুন চক্রবর্তী অসুস্থ।
বেশ কিছুদিন ধরেই মিঠুন চক্রবর্তীর তেমন কোনো খবর নেই। ডান্স ইন্ডিয়ার ডান্সেও নাকি তাকে আর দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী অসুস্থ। তিনি এখন লস অ্যাঞ্জেলসে রয়েছেন। অসুস্থতার জন্যই কাজ থেকে ছুটি নিয়েছেন মিঠুন।
মিঠুনের ম্যানেজার জানান, দাদা ভালো নেই। তিনি মুম্বাইয়ে নেই। তিনি এখন তার ফোনও ব্যবহার করছেন না। তিনি ঠিক করেছেন এখন বিশ্রাম নেবেন। সেই কারণে এক মাস লস অ্যাঞ্জেলসে থাকবেন তিনি। দুই সপ্তাহ আগেই তিনি রওনা দিয়েছেন। লাক ছবিতে হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য করতে গিয়ে চোট পান দাদা। এখন সে ব্যথা আরও বাড়তে থাকে। তাই তিনি বিশ্রাম নেবেন বলে ঠিক করেছেন। সেই কারণেই লস অ্যাঞ্জেলসে গেছেন দাদা। আশা করছি, এ মাসের শেষের দিকে ফিরবেন তিনি।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment