Social Icons

Thursday, October 13, 2016

আবারো নয় নম্বরে মাশরাফি

বোলার হিসেবে আবারো ওয়ানডে র‌্যাংকিং-এর নবম স্থানে উঠে এলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। সর্বশেষ ২০০৯ সালে ওয়ানডে র‌্যাংকিং-এ নয় নম্বরে উঠেছিলেন মাশরাফি। 
 
সদ্য আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দু’টি তিন ম্যাচের সিরিজে বল হাতে ১২ উইকেট নেন মাশরাফি। আফগানদের বিপক্ষে সিরিজে ৪টি ও ইংলিশদের বিপক্ষে ৮ উইকেট নেন তিনি। ফলে র‌্যাংকিং-এ উন্নতি হয় মাশরাফির। তার রেটিং এখন ৬২৩। ২০০৯ সালের মার্চেও র‌্যাংকিং-এ নয় নম্বরে উঠেছিলেন মাশরাফি। 
 
বৃহস্পতিবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিং-এ দেখা যাচ্ছে, বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন সাকিব আল হাসান। নবম স্থানে আছেন ম্যাশ। এই তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ওয়ানডে র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তবে শীর্ষে দশ-এ বাংলাদেশের কোন ব্যাটসম্যানের জায়গা হয়নি। ৬৫০ রেটিং ১৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম। তবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং ৩৯১।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates