বিমানে সফরকালীন অনেকে উচ্ছৃঙ্খল আচরণ করে থাকেন। তবে এ ধরনের আচরণ এবার বন্ধ করতে হবে। অন্যথায় মিলবে শাস্তি। কারণ বিমানে সংযত না থাকলে এবার নাম উঠবে ‘নো-ফ্লাই’ তালিকায়। খুব শিগগিরিই এই ব্যবস্থা চালু করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহাকে।
ভারতীয় মিডিয়ার দাবি, বিমানে যাত্রীদের অনৈতিক ব্যবহারের নজির বেড়েছে। গত মাসে ভুবনেশ্বর থেকে দিল্লি যাওয়ার পথে এক যাত্রী বিমানের শৌচালয়ে উলঙ্গ হয়ে সেখান থেকে ফোন দিয়ে বিমান সেবিকাকে ডেকে অশালীন আচরণ করেন। এর কয়েকদিন পরই গুজরাটের এক ব্যক্তিকে বিমান চলাকালীন বিমান সেবিকার সঙ্গে সেলফি তোলার জন্য এবং ধূমপান করার জন্য গ্রেফতার করা হয়।
বিমানযাত্রীদের এই সমস্ত আচরণের জন্য এবার বেসামরিক বিমানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আমেরিকার পরিকাঠামোকে মাথায় রেখেই এই ‘নো ফ্লাই’ তালিকা চালু করতে চাইছে মন্ত্রণালয়। এতে যাত্রীদের জন্য থাকবে বিশেষ আচরণ বিধি। যা লঙ্ঘন করলেই মিলবে শাস্তি। ‘অপরাধী’ যাত্রীকে ফেলে দেওয়া হবে নিষিদ্ধদের তালিকায়।
No comments:
Post a Comment