ফুটবলের কারুকাজ দেখতে কে না ভালোবাসে? তাতে যদি থাকে ব্রাজিলিয়ান ফুটবলের সৌন্দর্যের ছোঁয়া তাহলে তো সেখানে ভিন্ন মাত্রা যোগ হবেই। আর তার সঙ্গে যদি যোগ হয় স্বল্পবসনা সুন্দরী তাহলে তো সোনায় সোহাগা!
এ কারণেই সম্ভবত ২৫ বছর বয়সি ব্রাজিলিয়ান যুবতী র্যাকুয়েল এমবাইজাদিনহাসের ফুটবল কারুকাজে মজেছে গোটা ইন্টারনেট দুনিয়া।
এ কারণেই সম্ভবত ২৫ বছর বয়সি ব্রাজিলিয়ান যুবতী র্যাকুয়েল এমবাইজাদিনহাসের ফুটবল কারুকাজে মজেছে গোটা ইন্টারনেট দুনিয়া।
শুধু যে তার ফুটবল দক্ষতা সবাই দেখছে তা নয়, প্রচার পেতে কিংবা মন রাঙাতে অথবা বাড়তি বিনোদন দিতে র্যাকুয়েল এ সময় কখনো পরেন স্বল্প পোশাক, উঁচু হিল অথবা বিকিনি। আর তাতেই কুপোকাত সব পুরুষ।ব্রাজিলে তার এই কৌশল বেশ কাজে দিয়েছে। তার ফুটবল কারুকাজের ভিডিও বেশ মনে ধরেছে ব্রাজিলের ক্রীড়াপ্রেমীদের। র্যাকুয়েল এখন চাচ্ছেন তার এই দক্ষতার ভিডিও পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে।
তিনি এই অনুপ্রেরণা পেয়েছেন ছেলেদের চেয়ে ভালো করতে হবে এই ভাবনা থেকে। তিনি প্রমাণ করতে চান ছেলেরা যা পারে তিনিও তা করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি যখন এটি শুরু করি তখন আমার ইচ্ছা ছিল ছেলেদের চেয়ে ভালো কিছু করার। তারা সবসময় আমাকে নিয়ে কৌতুক করত এবং বলত, ‘ওহ নো! সে একটা মেয়ে, সে ফুটবলের কিছু বোঝে না।’ এখন তাদের চেয়ে আমার ফুটবলের দক্ষতা অনেক অনেক বেশি। আমি প্রত্যেকদিন ফুটবল প্র্যাকটিস করি এবং আমি বিশ্ব রেকর্ড ভাঙতে চাই।’’
তিনি আরো বলেন, ‘উঁচু হিল এবং পোশাক পরে ফ্রিস্টাইল ট্রিকস করাটা খুব কঠিন, তবে একবার অভ্যস্ত হয়ে পড়লে আর কোনো সমস্যা নেই। এ ছাড়া মেয়েরা যখন সুন্দর পোশাক পরে তখন পুরুষরা তা দেখতেও পছন্দ করে।’



No comments:
Post a Comment