তিন বছর আগে নিজ দেশের এক নাগরিককে হত্যার দায়ে সৌদি আরবের এক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স তুর্কি বিন সউদ আল-কবিরের মৃত্যুদণ্ড রিয়াদে কার্যকরা করা হয়েছে। তবে তার মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এএফপির প্রকাশিত তালিকা অনুযায়ী চলতি বছর ১৩৪তম ব্যক্তি হিসেবে সৌদি আরবে প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকরা করা হলো। তবে রাজকাীয় পরিবারের সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি বিরল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্বদেশীকে গুলি করে হত্যার দায়ে তার এই মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে।
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের পরিবারকে ‘রক্তের বিনিময়ে’ ক্ষতিপূরণ দেয়া প্রস্তাব দেয়া হলেও তারা তা ফিরিয়ে দেয়।
No comments:
Post a Comment