ভারত যেন পাকিস্তানকে সেই ১৯৭১ সালের দেশের মতো না ভাবে। সেই পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। এখন পাকিস্তানের প্রতিটি শিশু ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি।'
এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে পায়রার পায়ে বেঁধে পাকিস্তানের পাঠানো এক চিঠির মূল বক্তব্য। উর্দুতে লেখা এই চিঠি পাওয়া গেছে পাঠানকোটের সেনা ঘাঁটিতে, যেখানে জঙ্গি হামলা চালানো হয়েছিলো।
এ ব্যাপারে পাঠানকোটের এক পুলিশ কর্মকর্তা জানান, পাঠানকোটের যেখানে জঙ্গি হামলা হয়েছিল, সেখানেই দেখা গেল ওই পায়রাটিকে। এর আগে ২৩ সেপ্টেম্বর পায়রার মাধ্যমে হুমকি দিয়েছে পাকিস্তান। পাঠানো হয়েছে বেলুনও। আবারও পায়রা পাঠিয়ে হুমকি দেওয়া হল।
পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।


No comments:
Post a Comment