প্রামাণ্যচিত্র ‘বিফোর দ্য ফ্লাড’ এ জলবায়ু পরিবর্তন রোধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। শনিবার লন্ডনে এটি প্রদর্শিত হচ্ছে। আর এর মধ্য দিয়ে প্রামাণ্যচিত্রটি ইউরোপে প্রথম প্রদর্শিত হতে যাচ্ছে।
হলিউডের এই মেগাস্টার প্রামাণ্যচিত্রে সংকটের গভীরতা, এর প্রভাব ও সমাধানের উপায় বের করতে এ সম্পর্কে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের মতামত ও বিশ্লেষণ তুলে ধরেছেন।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে সীমিত করার লক্ষ্যে আন্তঃসরকারি প্যারিস চুক্তি ৪ নভেম্বর থেকে বাস্তবায়িত হতে যাওয়ার প্রেক্ষাপটে মার্কিন এই অভিনেতা সংশ্লিষ্ট সকলকে তাদের অভ্যাসগুলোকে খুঁটিয়ে দেখতে ও সমস্যা সমাধানে সুবিবেচকের মতো ভোট ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
ডিক্যাপ্রিও বলেন,‘খুব দ্রুত আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে।
কানাডার প্রত্যন্ত অঞ্চল থেকে বেইজিংয়ের উপকণ্ঠ, গ্রিনল্যান্ড, ইন্দোনেশিয়ার সুমাত্রা ও প্রশান্ত মহাসাগরীয় প্রবালদ্বীপ কিরিবাতি পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে জলবায়ু পরিবর্তনের কি ধরনের ক্ষতি হয়েছে তা তুলে ধরেছেন লিওনার্দো ।
জাতিসংঘে জলবায়ু পরিবর্তন বিষয়ক ‘শান্তির দূত’ ডিক্যাপ্রিও জলবায়ু পরিবর্তনের ব্যাপারে মৌনতা বজায় রাখায় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও রাজনীতিবিদ বিশেষত রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।-বাসস।
No comments:
Post a Comment