Social Icons

Sunday, October 9, 2016

ইংল্যান্ড ২৯.১ ওভারে ১৩২/৮ ; লক্ষ্যমাত্রা ২৩৯

জেমস ভিন্সকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন দলনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার ফুল লেংথ বলে ভিন্সের ড্রাইভে পয়েন্টে ক্যাচ তালুবন্দি করেন মোসাদ্দেক হোসেন। ১০ বলে ৫ রান করে ফিরে যান তিনি। এরপরই সাকিবের বলে বোল্ড হয় ডাকেট।

দলের পক্ষে মাশরাফি বিন মুর্তজা নেন ৩টি উইকেট ও সাকিব নেন ১টি উইকেট। ব্যাট হাতে ২৯ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৪৪ রান করার পর বল হাতেও ৩টি উইকেট নিয়ে বাংলাদেশকে চালকের আসনে নেন

ব্যাটিং বিপর্যয়ে কঠিন চাপে রয়েছে বাংলাদেশ, আক্রমণত্মক বোলিংয়ের সামনে যেন দাঁড়োতেই পারছেন টাইগারা। সর্বশেষ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

দলীয় ২৫ রানের মাথায় ওপেনার ইমরুল কায়েস ফিরে গেলে আরেক ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি গড়তে নামেন ২৮ ওয়ানডে খেলা সাব্বির রহমান তিনিও টিকতে পারলেননা। মুশফিক-মাহমুদুল্লাহ জুটি ভক্তদের আশা দেখালেও ক্যাচ দিয়ে ফিরে গেলেন মুশফিক।

১১৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের ​ইনিংসের মেরুদণ্ড হয়ে আছে মাহমুদউল্লাহর ৭৫। মোসাদ্দেকের ২৯ আর মুশফিকের ২১। অনেক আলোচনা দিয়ে দলে ফেরা নাসির আটে নেমে ২৭ বলে ২৭ রান করেছেন। মাশরাফির সঙ্গে তার ৬৯ রানের জুটিটা তবু লড়াইয়ের পুঁজি দিল। শেষ দিকে মাশরাফির ২৯ বলে ৪৪ রানের ইনিংসেই বাংলাদেশ করল ৮ উইকেটে ২৩৮।

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নাটকীয়ভাবে হেরে যাওয়ার পর টাইগারদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর টার্গেট। আর সেই টার্গেট পূরণে মাশরাফি বাহিনী সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নামে।

রবিবার টাইগারদের সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ দলপতি জস বাটলার। দুপুর আড়াইটায় শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছে দুই দল।

প্রথম ওয়ানডেতে শেষ ১৭ রানে ৬ উইকেট হারিয়ে ২১ রানের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। ঘরের মাঠে ইংলিশবধের এমন সুযোগ হাতছাড়া হওয়ায় কোটি টাইগারভক্তের সঙ্গে আক্ষেপে পুড়ছে বাংলাদেশ দলও।

আক্ষেপ দূরে সরিয়ে দেশের কোটি ক্রিকেটপ্রেমীকে উচ্ছ্বাসে মাতাতে পারেন ক্রিকেটাররাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে। টিম ম্যানেজমেন্টের মতো লাল-সবুজের ক্রিকেটপ্রেমীরা এখনও সিরিজ জেতা সম্ভব বলেই বিশ্বাস রেখেছেন। কেননা হার দিয়ে শুরু হলেও পরের দুই ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জেতার বহু রেকর্ড আছে বাংলাদেশের।

দ্বিতীয় ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটাররা হলেন- মোশাররফ হোসেন রুবেল, সৌম্য সরকার ও আল আমিন হোসেন।  মূলত ইনজুরির কারণেই মোশাররফকে বসানো হয়েছে।  শুক্রবার ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে আঘাত পান তিনি।

অন্যদিকে ইংল্যান্ড একাদশে কোনও পরিবর্তন হয়নি। অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলা বেন ডাকেট ও জেক বল আছেন রবিবারের ম্যাচেও। 

এখন পর্যন্ত দুই দল ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩টি এবং ইংল্যান্ড জিতেছে ১৪টি ম্যাচ।  গত শুক্রবার বাংলাদেশ প্রথম ম্যাচে ২১ রানে পরাজিত হয় ইংলিশদের কাছে। এরপর সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ দল:

মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

ইংল্যান্ড দল:

জেসি বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, স্টিভেন ফিন লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জ্যাসন রয়, বেন স্টোকস, জ্যামস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates