Social Icons

Saturday, October 8, 2016

ভিয়েতনাম-কিউবায় ফের রাশিয়ার সামরিক ঘাঁটি


স্নায়ুযুদ্ধের সময় কিউবা ও ভিয়েতনামে একাধিক সামরিক ঘাঁটি ছিল রাশিয়ার। ১৯৯০ সালে দেশটির রাজনৈতিক পট পরিবর্তনের পর সেগুলোকে নিষ্ক্রিয় রাখে রাশিয়া। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন কিউবা ও ভিয়েতনামের সামরিক ঘাঁটিগুলো পুনরায় চালু করবে মস্কো। রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ গতকাল এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানালেও পানকভ বলেন, আমরা এ বিষয়ে কাজ শুরু করছি। রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, অতীতে এসব বন্ধ হওয়া ঘাঁটি পুনরায় চালু করার জন্য কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এর আগে রাশিয়ার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির উপ-প্রধান আলেক্সে চেপা জানিয়েছিলেন, বিশ্বের ওই অঞ্চলগুলোতে রাশিয়ার উপস্থিতি বাড়ানোর চিন্তা করা হচ্ছে। ২০০২ সাল পর্যন্ত কিউবা ও ভিয়েতনামে রুশ সামরিক ঘাঁটি ছিল। ভিয়েতনামের কালরান অঞ্চলে রুশ নৌ বাহিনী ও কিউবার লাউরডেসে রুশ রেডিও-ইলেক্ট্রনিক গোয়েন্দা কেন্দ্র ছিল।

 এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates