মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে মঙ্গলে বসবাসের জন্য মানুষ পাঠাবে। তাদের আবার নিরাপদে ফিরিয়ে আনা যায় কিভাবে সেই চেষ্টা চলছে। এজন্য সরকার বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছে।
মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে লেখা এক নিবন্ধে প্রেসিডেন্ট ওবামা এই কথা বলেন। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমার মনে আছে, শৈশবে যখন আমেরিকান নভোচারীরা হাওয়াইতে অবতরণ করেন তখন দাদার কাঁধে চড়ে পতাকা উড়িয়েছিলাম। এর আগে আমরা চাঁদে অবতরণ করি। কয়েক দশক আগে আমরা মঙ্গলেও পা রেখেছি।
তিনি বলেন, শৈশবে যেমন আমার মহাকাশ নিয়ে কৌতূহল ছিল তেমনি এখনো আছে। আমাদের মহাকাশ গবেষণা সংস্থা নাসায়ও অনেক আধুনিকায়ন হয়েছে। মহাকাশ গবেষণায় আমেরিকা কেবল প্রযুক্তি আর চিকিত্সায়ই গুরুত্বপূর্ণ অবদান রাখছে না, পরবর্তী প্রজন্মের বিজ্ঞানী আর প্রকৌশলীদের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি জানান, আমেরিকার প্রায় এক হাজার বেসরকারি কোম্পানি মহাকাশ নিয়ে কাজ করছে। তিনি জানান, গত বছর নাসা মঙ্গলে পানি এবং বৃহস্পতির চাঁদে বরফের অস্তিত্ব খুঁজে পেয়েছে। আমরা এখন প্লুটোর মানচিত্র তৈরি করছি।


No comments:
Post a Comment