Social Icons

Sunday, March 12, 2017

ভূতের ভয়ে প্রাসাদ ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের।


প্রাসাদের বাইরে উচ্চ সতর্কতা। কালো ড্রেস পরে হাতে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে। জঙ্গি হামলা তো দূরের কথা, একটা মাছিও গলতে পারবে কি-না সন্দেহ। তবু ভয়। এমন ভয় যে, প্রাসাদ ছাড়তেই বাধ্য হলেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের। তার দাবি, নিরাপত্তা দিয়ে কী হবে, ভয় তো ভূতের!
মাঝরাতে দুপদাপ আওয়াজ চলছে। বাথরুমের কল থেকে হঠাৎ করেই পানি পড়তে শুরু করে। ঘরের আলো জ্বালাতে নিজে থেকেই কল বন্ধ হয়ে যায়। আলো নেভালে ফের কল থেকে পানি পড়ে। এমনই সব ঘটনা নাকি ঘটছে ব্রাজিলের প্রেসিডেন্ট তেমারের সরকারি প্রাসাদে!
পরিস্থিতি এমন যে, পরিবার নিয়ে আপাতত তুলনায় ছোট বাড়িতে গিয়ে উঠেছেন। শনিবার ব্রাজিলের সাপ্তাহিক পত্রিকা 'ভেজা'কে ৭৬ বছর বয়সী প্রেসিডেন্ট জানিয়েছেন, 'ওই বাড়িতে কিছু অশুভ শক্তি ছিল। মাঝেমধ্যেই উৎপাত চলত। আমার স্ত্রীও অনুভব করেছেন।'
যদিও প্রেসিডেন্টের সাত বছর বয়সী ছেলে নাকি প্রাসাদ ছাড়তেই চাইছিল না। উল্টে এই ভূতের উৎপাতে বেশ মজা পাচ্ছিল। কিন্তু বাবা-মা'র নির্দেশে সবাই আপাতত রাজধানীর 'আলভোর্দা প্যালেস' ছেড়ে এখন অন্য ঠিকানায়। 
এই ইস্যুতে এবার প্রেসিডেন্টকে একহাত নিয়েছেন বিরোধীরা। এমনিতেই বাজেট নিয়ে আইন ভেঙে অপসারিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ। তার স্থলাভিষিক্ত হন মিশেল তেমার। কিন্তু ইতোমধ্যেই তার সঙ্গীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। এরমধ্যেই প্রেসিডেন্টের ভূতের ভয় বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে।


সংবাদসূত্র : প্রেসটিভি, ইনডিয়া টাইমস

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates