প্রাসাদের বাইরে উচ্চ সতর্কতা। কালো ড্রেস পরে হাতে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে। জঙ্গি হামলা তো দূরের কথা, একটা মাছিও গলতে পারবে কি-না সন্দেহ। তবু ভয়। এমন ভয় যে, প্রাসাদ ছাড়তেই বাধ্য হলেন খোদ ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের। তার দাবি, নিরাপত্তা দিয়ে কী হবে, ভয় তো ভূতের!
মাঝরাতে দুপদাপ আওয়াজ চলছে। বাথরুমের কল থেকে হঠাৎ করেই পানি পড়তে শুরু করে। ঘরের আলো জ্বালাতে নিজে থেকেই কল বন্ধ হয়ে যায়। আলো নেভালে ফের কল থেকে পানি পড়ে। এমনই সব ঘটনা নাকি ঘটছে ব্রাজিলের প্রেসিডেন্ট তেমারের সরকারি প্রাসাদে!
যদিও প্রেসিডেন্টের সাত বছর বয়সী ছেলে নাকি প্রাসাদ ছাড়তেই চাইছিল না। উল্টে এই ভূতের উৎপাতে বেশ মজা পাচ্ছিল। কিন্তু বাবা-মা'র নির্দেশে সবাই আপাতত রাজধানীর 'আলভোর্দা প্যালেস' ছেড়ে এখন অন্য ঠিকানায়।
এই ইস্যুতে এবার প্রেসিডেন্টকে একহাত নিয়েছেন বিরোধীরা। এমনিতেই বাজেট নিয়ে আইন ভেঙে অপসারিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ। তার স্থলাভিষিক্ত হন মিশেল তেমার। কিন্তু ইতোমধ্যেই তার সঙ্গীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। এরমধ্যেই প্রেসিডেন্টের ভূতের ভয় বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে।
সংবাদসূত্র : প্রেসটিভি, ইনডিয়া টাইমস
No comments:
Post a Comment