Social Icons

Sunday, March 19, 2017

প্রেমিকে'র ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, অতঃপর...

প্রেমের ফাঁদে ফেলে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে এক যুবক। এতে ধর্ষণের শিকার ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্ত রনি ইসলাম অন্তর (২০) নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে আখাউড়া পৌরশহরের দূর্গাপর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দূর্গাপর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রনি ইসলাম অন্তর ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এই সুযোগ নিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন রনি।

সম্প্রতি কিশোরী মেয়েটি শরীরের পরিবর্তন দেখা যায় এবং অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান।

ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মেয়েটি প্রায় সাত মাসের অন্তঃসত্বা। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। মাদ্রাসায় যাওয়া-আসা বন্ধ করে দেয়। এমনকি আত্মহত্যার চেষ্টাও করে।

এ ঘটনার জানা জানি হলে মেয়ের পবিবারের পক্ষ থেকে রনি ইসলাম অন্তরের সঙ্গে তার বিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু অন্তর কোনোভাবেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়নি।

পরে রোববার সকালে ওই ছাত্রীর মা আখাউড়া থানায় রনি ইসলাম অন্তরকে আসামি করে মামলা রুজু করেন। এ ঘটনায় অন্তরকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার যুগান্তরকে জানান, 'মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে সে (স্কুলছাত্রী)। অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়েছে।'

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates