Social Icons

Sunday, March 19, 2017

যুক্তরাষ্ট্রের ১২ শহরের অভিবাসী বহিষ্কারে বিশেষ পরিকল্পনা

অবৈধ অভিবাসীদের তাড়ানোর কাজে গতি বাড়াতে দেশজুড়ে থাকা বিচারপতিদের একত্রিত করে ১২ শহরে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

বিভিন্ন অপরাধে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার দায়িত্ব তাদেরকে সাময়িকভাবে দেয়া হবে।

প্রশাসনিক দুই কর্মকর্তার বক্তব্যকে উদ্ধৃত করে রয়টার্স খবরটি জানিয়েছে।

তবে ঠিক কতজন বিচারপতিকে এ কাজে নিয়োজিত করা হবে এবং তাদের কখন ওই ১২ শহরে পাঠানো হবে তা এখনও ঠিক করা হয়নি।

যে ১২টি শহরে বিচারপতিদের নিয়োজিত করার কথা ভাবা হচ্ছে সেগুলো হল : নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ অরলিন্স, সানফ্রান্সিসকো, বাল্টিমোর, ব্লুমিংটন, মিনেসোটা, এল পাসো, টেক্সাস, হারলিনজেন, টেক্সাস, ইমপেরিয়াল, ক্যালিফোর্নিয়া, ওমাহা, নেব্রাস্কা এবং আরিজোনার ফোয়েনিক্স।

ওই দুই প্রশাসনিক কর্মকর্তা জানান, এসব এলাকায় অপরাধী অবৈধ অভিবাসীদের বসবাস হওয়ায় এ শহরগুলোকেই বেছে নেয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের নেয়া ধরপাকড় উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আটক কেন্দ্রগুলোয়ও বিচারকদের পাঠাচ্ছে বিচার বিভাগ। সোমবার থেকে সেখানে বিচারক মোতায়েন শুরু হবে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates