ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে বলিউডের শক্তিমান অভিনেতা রাজ কাপূরের হাতে তৈরি আর কে স্টুডিও। শনিবার দুপুরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই বিখ্যাত স্টুডিওর একটি সেট। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
দমকলের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মুম্বাইয়ের দমকল বিভাগের প্রধান পিএস রাহানগাদলে জানান, শনিবার দুপুর আড়াইটে নাগাদ হঠাৎই আর কে স্টুডিওর একটি সেটে আগুন লেগে যায়। খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে দমকল টিম ঘটনাস্থলে পৌঁছয়। আট হাজার বর্গ ফুটের স্টুডিওতে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
যে সেটে আগুন লেগেছে, সেখানেই বিখ্যাত রিয়েলিটি শো ‘সুপার ডান্সার সিজন ২’এর শুটিং হয়। আগুনে সেটটির অনেকটাই পুড়ে গিয়েছে। তবে সে সময় শুটিং চলছিল না বলে কেউ হতাহত হননি বলে খবর। যদিও এই স্টুডিওর অন্যান্য সেকশনে তখন বিভিন্ন তারকা অভিনেতারা শুটিং করছিলেন।
প্রয়াত অভিনেতা রাজ কাপূর এই আর কে স্টুডিও ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করেন। এই স্টুডিওতেই আর কে ব্যানারের ‘আগ’, ‘বরসাত’, ‘শ্রী ৪২০’, ‘মেরা নাম জোকার’, ‘ববি’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো ছবির শুটিং হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া।
No comments:
Post a Comment