বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করায় যে মানবিক সমস্যার সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় ভারত সরকার বাংলাদেশকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। আজ দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনের মুহূর্তে ভারত সরকার বাংলাদেশকে যেকোন সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ভারত ক্রমান্বয়ে একাধিক চালানে ত্রাণসামগ্রী পাঠাবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, লবন, রান্না করার তেল এবং বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত এবং বাংলাদেশ-এর জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে বাংলাদেশের যেকোনও সংকটে দ্রুত সহায়তা করতে ভারত সবসময় তৈরী আছে।
উল্লেখ্য, রোহিঙ্গাদের জন্য প্রেরিত ত্রাণ সাহায্যের প্রথম চালান আজ চট্টগ্রাম বন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে যোগে পাঠানো হয়েছে।
Thursday, September 14, 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment