শৈশবে বাবা মায়ের হাতে মার খাননি এরকম মানুষ খুঁজে পাওয়াটা একটু কষ্টকরই হয়ে ওঠবে। তবে সময় বদলেছে। এখনকার বাবা মায়েরা সাধারণত সন্তানদেরকে মারেন না। কিন্তু অন্যভাবে শাসন করেন।
যেমন সাধারণ মানুষ তেমন তারকারাও। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান যে, তিনি বাবা হিসেবে বন্ধুর মত ব্যবহার করেন সন্তানদের সঙ্গে। তবে সন্তানদের ভুল দেখলে তিনি শাসন করতেও পিছু পা হন না। বন্ধুদের বাড়িতেও সন্তানদের থাকার অনুমোদন দেন না তিনি।
নিজের শৈশব নিয়ে বলতে গিয়ে এই অভিনেতা জানান, তিনি খুব কড়া শাসনের মধ্যে বড় হয়েছেন। তার বাবা সুনীল দত্ত তাকে সারাক্ষণ শাসনে রাখতেন। একবার সিগারেট পান করতে গিয়ে বাবার কাছে ধরা পড়েন। এরপর সিগারেট খাওয়ার অপরাধে তাকে বাবার হাতে মার খেতে হয়েছে।
তাই এই বলি তারকা নিজের সন্তানদেরও কড়া শাসনে বড় করে তুলছেন। যেন তারা কোনো ভুল না করে।
সূত্র: জিনিউজ
No comments:
Post a Comment