বাংলাদেশের প্রথম অডিও অ্যালবাম ও নিউ ইয়র্ক-এ প্রথম অডিও/ভিডিও অ্যালবাম প্রকাশক ‘ডিসকো রেকর্ডিং’-এর মালিক শাহীন রহমান আর নেই। নিউইয়র্কের স্থানীয় সময় (৩০ জানুয়ারি) শনিবার রাত ১০টা ৪৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
রোববার বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শাহীন রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সোমবার নাগাদ মরহুমের মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অডিও ইন্ডাস্ট্রিতে।
নিজের সুরে মিক্সড অ্যালবাম ‘খেয়াল পোকা’র মোড়ক উন্মোচনের সময় অডিও ইন্ডাস্ট্রিতে শাহিন রহমানের অবদানের কথা তুলে ধরেন গুণী সঙ্গিতজ্ঞ প্রিন্স মাহমুদ। শাহিন রহমান স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
উল্লেখ্য, শাহীন রহমান দুরারোগ্য রোগ লু গেহ রিগসে আক্রান্ত হয়ে গত কয়েক বছর থেকে নিউইয়র্ক সিটির করোনায় অবস্হিত পার্ক টেরেস ও জ্যামাইকায় অবস্থিত সিলভার ক্রেস্ট সেন্টার নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, ভাই/বোন, আত্নীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment