অনেক দিন পর নিজেদের পুরোনো রূপে ফিরলো চেলসি। চলতি মৌসুমে ইংলিশ লিগে ধুঁকতে থাকা গাস হিদিঙ্কের শিষ্যরা শেষ পর্যন্ত এফএ কাপে বড় জয় পেল। আসরের চতুর্থ রাউন্ডের খেলায় দুর্বল এমকে ডনসকে পেয়ে ৫-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে দলটি।
ব্লুজদের হয়ে এ ম্যাচে হ্যাটট্রিকের দেখা পান অস্কার। আর মৌসুমের প্রথম গোল করেন এডেন হ্যাজার্ড। আরও একটি গোল করেন বিট্রান্ড ত্রাউরে। এ জয়ের ফলে টুর্নামেন্টে চেলসি পঞ্চম রাউন্ডে পৌঁছে গেল।
ডনসের ঘরের মাঠ স্টেডিয়াম এমকেতে অতিথি হিসেবে খেলতে নামে চেলসি। আর পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে তুলে নেয় দারুণ এক জয়। গোলের শুরুটা করেন ব্রাজিলিয়ান তারকা অস্কার। ম্যাচের ১৫ মিনিটে তার গোলে লিড পায় চেলসি। তবে ছয় মিনিট পরেই এমকে’র ড্যারেন পোর্তের গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা।
পুরো ম্যাচের এমকে’র ঐ একটি গোলই ছিল প্রাপ্তি। এরপর ম্যাচের ৩২ ও ৪৪ মিনিটে দুর্দান্ত দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মিডফিল্ডার অস্কার। পরে ৩-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
বিরতির পর আক্রমণের ধারা অব্যাহত রাখে চেলসি। এরই সুবাদে ম্যাচের ৫৫ মিনিটে মৌসুমের প্রথম গোলের দেখা পান বেলজিয়াম তারকা হ্যাজার্ড। আর ৬২ মিনিটে ত্রাউরে গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হিদিঙ্কের শিষ্যরা।
No comments:
Post a Comment