রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্টভ-অন ডন শহরে ফ্লাইদুবাই এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহত ৫৫ জন যাত্রীর মধ্যে ৪৪ জনই রাশিয়ার নাগরিক। বাকিদের মধ্যে ৮ জন ইউক্রেনের, ২ জন ভারতীয় ও ১ জন উজবেকিস্তানের। দুবাই মিডিয়া অফিস দুর্ঘটনায় নিহত যাত্রীদের এ পরিচয় প্রকাশ করেছে। খবর রয়টার্সের
ফ্লাইদুবাইয়ের বোয়িং ৭৩৭-৮০০ টিতে মোট ৬২ জন আরোহী ছিল। এর মধ্যে ৭ জন ছিলেন বিমানটির ক্রু। আজ স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমানটি দুর্ঘটনায় পড়ে এবং এতে আগুন ধরে যায়। তীব ঝড়ো বাতাসের কারণেই বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে রুশ ইমার্জেন্সিস মিনিস্ট্রি জানায়।
দুবাইভিত্তিক ফ্লাইদুবাই এয়ারলাইন্স ২০০৯ সালে যাত্রা শুরুর পর থেকে এই প্রথম এয়ারলাইন্সটির কোনো বিমান দুর্ঘটনায় পড়লো। অবতরণ করতে গিয়েই ফ্লাইট ৯৮১ বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে নিশ্চিত করেছে ফ্লাইদুবাই। দুর্ঘটনায় কেউ বেঁচে নেয় এবং নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে এক বিবৃতিতে এয়ারলাইন্সটি জানিয়েছে।
দুর্যোগপুর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ের ২৫০ মিটার দূরে দুর্ঘটনায় পতিত হয় বলে রোস্টভ অঞ্চলের গভর্নর ভাসিলি গোলুবেভ'র বরাত দিয়ে স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানায়। দুর্ঘটনার সময় সেখানে বাতাসের গতিবেগ হারিকেনের প্রায় সম পর্যায়ে ছিল বলে খবরে বলা হয়। এছাড়া আলোর স্বল্পতাও ছিল।
রুশ ইমার্জেন্সিস মিনিস্ট্রি জানায়, প্রতিকূল আবহাওয়ায় অবতরণের সময় বিমানটির ডানা মাটির সঙ্গে বেধে যায় ও পরে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় প্রকৃত কারণ এখনো জানা না গেলেও খারাপ আবহাওয়াকেই দায়ী করছেন মি. ভাসিলি।
এদিকে, ফ্লাইদুবাই নিহতদের পরিবার ও রুশ সরকারের প্রতি পুরো আরব আমিরাতের পক্ষ থেকে শোক ও সমবেদনা ব্যক্ত করেছে।
Saturday, March 19, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment